বাঘায় ইলিশ রক্ষায় ভিজিএফ এর চাউল।

সারাদেশ

এম ইসলাম দিলদার
বাঘা প্রতিনিধি,রাজশাহী।

রাজশাহীর বাঘা উপজেলায়  ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার, আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তিনি জানান,এ সময়টা ইলিশের প্রধান প্রজনন মৌসুম।
প্রতিবছরের মতো এবারো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মনিগ্রাম,চকরাজাপুর ও গড়গড়ী, পাকুড়িয়া ইউনিয়নের মধ্যে মাছ শিকারী(জেলে) দের ভিজিএফ এর আওতায় আনা হয়। বুধবার সকালে বাঘা উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।উপজেলার পাকুরিয়া ইউনিয়নের জেলেদের মাঝে সকালে ভিজিএফের চাউল বিতরণ করেন  রাজশাহী জেলা আওয়ামীলীগ  যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান। মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিবেদক কে জানান ,মৎস্য অফিস বাঘা উপজেলার নিবন্ধিত করে  ১৩০৭ জন জেলে।এদের মধ্য ভিজিএফ এর আওতায় ৩১১ জন জেলে চাউল পাচ্ছে।বুধবার (৯.১০.১৯) ২৮৭ জন জেলেদের ভিজিএফের ২০ কেজি করে চাউল  বিতরণ করা হয়েছে। আগামী ১০/১০/১৯ ইং  বাকী ভিজিএফ কার্ড ধারীদের চাউল বিতরণ করা হবে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হটবাজারে মাইকিংসহ মতবিনিময় ও উঠান বৈঠক  করেছেন বলেও জানান।অক্টোবর ৯ হতে ৩০/১০/১৯ ইং পর্যন্ত মোট ২২দিন ইলিশ মাছ শিকার,ক্রয়,বিক্রয়,বহন বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে বলেন, বাঘা উপজেলার মৎস্য কর্মকর্তা (ভারপাপ্ত) মোঃ আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *