জসিম উদ্দিন গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন সলিং মোড় বাজারে বিন্দু ফার্মেসীতে চুরি হয়েছে বলে যানা যায় ।গত মগ্ঙল বার দিবাগত গভীর রাতের বেলা ওই ফার্মেসীতে চুরি হয়েছে বলে দোকান মালিক সালমা আক্তার সাংবাদিকদের জানান ।
সালমা আক্তার এই প্রতিবেদককে বলেন ,আমি গত রাতে দোকানদারি করে প্রতিদিনের মতই দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যাই ।পরের দিন বুধবার সকাল বেলা দোকানে আসিলে দোকানের শাটারে থাকা তালা ভাংগা অবস্তুায় দেখে আশ পাশের লোকদের কে জানাই এবং সত্যতা প্রমানিত হয় ।তিনি আরো বলেন দোকানে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকার মালাা মাল চুরি হয় । এ নিউজ লেখার আগ পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি ৷
