শাহাদাৎ হোসেন আশুলিয়া
আশুলিয়ার বাইপাইল অগ্নিনির্বাপক দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিস হোসেন নামের এক জনের মূত্যু হয়েছে।
আজ বুধবার (০৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকার বগাবাড়ী বাজারে ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত আনিস হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে । ফিরোজ হোসেন এইচ.আর ফায়ার ফাইটিং নামে এ দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।
এ ব্যাপারে দোকানের মালিক শরীফ হোসেনর ছেলে হাসিবুল জানান, সিলিন্ডারের স্ক্রুটি চাপ দিয়ে লাগাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে আশুলিয়া থানার এস আই আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলিন্ডার বিস্ফোরণে আহত আনিসকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যায় বলে ও জানান তিনি। নিহত আনিস দোকান মালিকের আত্নীয়। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
