জামালপুর প্রতিনিধি ॥
সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা জিএভিআই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করায় অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ হেলথ্ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে হেলথ্ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আওতাধীন ইপিআই টিকাদান কর্মসূচির স্বাস্থ্য সহকারীরা সমবেত হন। পরে সেখান থেকে তারা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক তরফদার আরিফুর রহমান, সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শহিদুর রহমান ও সদস্য সচিব জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা জিএভিআই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করায় বাংলাদেশের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান উজ্জল হয়েছে। এ জন্য স্বাস্থ্য কর্মীদের এই সংগঠনটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিনন্দন জানান।