এম ইসলাম দিলদার
বাঘা প্রতিনিধি,রাজশাহী।
রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার দুপুরে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।মাদকসহ গ্রেফতার হয়েছে পার্শবর্তী উপজেলা চারঘাটের বড়বড়িয়া গ্রামের মৃত লাল চানের ছেলে আকাইল্যা (৩৫) ও ভারতের মুর্শিদাবেদের জলঙ্গী গ্রামের মৃত নজিদুল্লাহ ছেলে মো. আরিফুল ইসলাম নাজমুল (২৩)। বৃহস্পতিবার (১০.১০.১৯) দুপুর এক টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন আলাইপুর হাজামপাড়া এলাকায় ওসি তদন্ত মোঃআতিকুর রহমান ও এসআই মাসুদের বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এবিষয়ে বাঘা থানায় মাদক আইনে মামালা দয়ের করে আসামিদের আদালতে প্রেরণ প্রস্তুতি চলছিল।