পদোন্নতি পেলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ।

লাইফস্টাইল

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সহ চারজন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ১১ অতিরিক্ত ডিআইজির সঙ্গে সম পদমর্যাদার চট্টগ্রামে ওই চার কর্মকর্তাকেও পদায়ন করা হয়।

জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরেআলম মিনাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। তবে এখনও এসপি হিসেবে তার স্থলে কাউকে পদায়ন করা হয়নি। অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে। সিএমপির উপ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কমিশনার হিসেবে সিএমপিতে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ কমিশনার জাকির হোসেন খানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়নের আদেশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *