ডেক্স নিউজ: মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা খুব জরুরি। এই সংকটের শুরু থেকেই শোবিজের অনেক তারকাই এ কাজ করে আসছেন। এবার মানুষকে সচেতন করার জন্য নতুন গান তৈরি করলেন সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী হৃদয় খান।
‘আসবে আসবে সূর্যের আলো’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফারহানা চৌধুরী হেমা। সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন—হৃদয় খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, কণা, পিংকি ছেত্রী। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে গানটির সব কাজ শেষ হয়েছে।
হৃদয় খান বলেন, ‘চারদিকে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মানুষের জন্য কিছু কাজ করার তাড়না অনুভব করি। অল্প সময়ের মধ্যেই গানটি অনলাইনে মুক্তি পাবে। আশা করছি, সবাই এটি সাদরে গ্রহণ করবেন।’
ঘরবন্দি দিনে নিজের স্টুডিওতে বসে নতুন গানের কাজ করছেন হৃদয় খান। ঈদুল ফিতর উপলক্ষে তার নতুন একটি মুক্তি পাবে। এছাড়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ‘ট্র্যাপড’ নামে এ চলচ্চিত্রের কাজ যুক্তরাষ্ট্রে হয়েছে। খুব শিগগির এটিও অনলাইনে মুক্তি পাবে বলে জানিয়েছেন হৃদয় খান।