গাজীপুর জেলা প্রতিনিধিঃ নাহিদুল ইসলাম নাহিদ
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাওনা কালিয়াকৈর রাস্তায় মাওনা ব্রিজ পর্যন্ত শ্রীপুর পৌরসভা।এই ব্রিজের সাথেই আছে ছোট্ট একটি খাল।এই খালের পাশেই বিগত কয়েক বছর যাবত ফেলা হচ্ছে শ্রীপুর পৌরসভার বর্জ্য ও পানি। এই বর্জ্যের কারনে পরিবেশের হচ্ছে চরম ক্ষতি।বিগত কয়েক বছরে এলাকাবাসীর ঘুরতে হয়েছে বিভিন্ন মানুষের দরজায় ও কড়া নাড়তে হয়েছে অনেক বার।তবুও হয়নি এর কোনো প্রতিকার। ইদানীং এই ময়লার স্তূপে পালন করা হচ্ছে শূকর যারা কিনা খাবারের সন্ধানে প্রতিদিন এই ময়লাগুলো নাড়াচাড়া করছে অবিরাম। যার কারনে এর গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশের এক কিলোমিটার পর্যন্ত। দূর্গন্ধে আসা যাওয়া অতি কষ্টকর হয়ে উঠছে।প্রতিদিন এই জনবহুল রাস্তায় চলাচল করে হাজারো যাত্রীবাহি যানবাহন ও মানুষ। একদিকে করোনা নামক মরণব্যাধি ছড়ানোর আতংকে মানুষ নিরূপায়।অন্যদিকে এই রাস্তায় চলাচল করে ছড়িয়ে পড়ছে নানারকম রোগব্যধি।তাই আজ সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পরিবেশ বান্ধব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে নেতৃত্ব দেয় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত প্রভাষক মোঃ সাজেদুল ইসলাম সুরুজ, উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার গাজীপুর জেলার সহ- সভাপতি মোঃ আসাদুল ইসলাম, স্ট্যান্ডার্ট বাংকের সহকারী ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদ এর উপ দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পি ও ০১ নং মাওনা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ শিশির। আরও উপস্থিত ছিলেন মোঃ রাসেল মাহমুদ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজ সেবক মোঃ মাসুম আহমেদএবং সর্বসাধারণ। মানববন্ধনে তাদের দাবি সুন্দর পরিবেশ।দূষণ মূক্ত পরিবেশ। তারা শান্তিপূর্ণ ভাবে তাদের মানববন্ধন কর্মসূচি পালন করে। খবর পেয়ে উপস্থিত হয়েছিল শ্রীপুর থানা পুলিশ। মানববন্ধনের সময় মাওনা কালিয়াকৈর রাস্তায় যান চলাচল ছিল বন্ধ ।এ সময় শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে যোগাযোগ করে বলেন রাস্তা অবরোধ না করে ধৈর্য ধারণ করতে। তিনি আরও বলেন বলেন যে তিনি পৌরসভার সাথে কথা বলে এর সমস্যা নিরসনে কার্যকরী পদক্ষেপ নিবেন। তাছাড়াও পৌরপিতা, শ্রীপুর উপজেলার টিউনু ও বিভিন্ন কর্মকর্তার আশ্বস্ত করেন এলাকাবাসীকে। এলাকাবাসীর এখন এটাই আশা ও প্রত্যাশা অতি শীঘ্রই তারা ফিরে পাবে সুন্দর ও দূষনমুক্ত পরিবেশ।