বাঘায় অধ্যক্ষকে নোটিশ দিয়েছে জেলা পরিদর্শক গভর্নিং বডি বাতিলের।

শিক্ষা

এম ইসলাম দিলদার, রাজশাহী ব্যুরো।
রাজশাহীর বাঘা উপজেলাধীন ম‌নিগ্রাম আদর্শ মহা‌বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মামুনর রশীদ কে কারন দশা‌র্তে নো‌টিশ দি‌য়ে‌ছেন জেলা ক‌লেজ প‌রিদর্শক । গভ‌র্নিং ব‌ডির মেয়াদ পু‌র্তির আ‌গেই নিয়ম ব‌হির্ভূতভা‌বে নতুন ক‌মি‌টি প্রনয়ন, ক‌লে‌জের নৈশ প্রহ‌রি‌কে গভ‌র্নিং ব‌ডির সদস‌্যকরনসহ নানা‌বিধ অ‌ভি‌যো‌গে অধ‌্যক্ষ মামুনর রশীদ কে গত ৭ (সাত) জুলাই এ নো‌টিশ প্রদান করা হ‌য়। সেই স‌ঙ্গে বা‌তিল করা হ‌য়ে‌ছে তার প্রস্তুতকৃত গভ‌র্নিং ব‌ডির ক‌মি‌টি। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা সহকা‌রি ক‌লেজ প‌রিদর্শক ফয়সাল আল মাহমুদ।

জানা যায়, ৫ এপ্রিল ২০১৮, উক্ত ক‌লে‌জের গভ‌র্নিং ব‌ডির সভাপ‌তি নির্বাচিত হন সা‌বেক বাঘা পৌর মেয়র ও জেলা আ.লীগ সদস‌্য আক্কাছ আ‌লি। যার মেয়াদ ছিল ৪ এ‌প্রিল ২০২০ পর্যন্ত। কিন্তু উক্ত ক‌মি‌টির মেয়াদ পু‌র্তির আ‌গেই ওই ক‌মি‌টি বা‌তিল ক‌রে নতুন ক‌মি‌টি প্রনয়ন ক‌রেন ক‌লেজ‌টির ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মামুনর রশীদ । তি‌নি, ম‌নিগ্রাম ইউ‌পি চেয়‌ারম‌্যান সাইফুল ইসলাম কে সভাপ‌তি ম‌নে‌ানিত ক‌রে ১২ সদস্যের এক‌টি গভ‌র্নিং ব‌ডি প্রস্তুত ক‌রেন । প্রস্তুতকৃত ক‌মি‌টি অনু‌মোদ‌নের জন‌্য গত ৩ (তিন) ফেব্রুয়ারী জেলায় প্রেরন ক‌রেন। সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ দা‌খিলকৃত ক‌মি‌টি গত ৫ (পাঁচ) মার্চ অনুমোদন ক‌রেন। প‌রে ১২ মে (২০২০) উক্ত ক‌মি‌টির বৈধতা নি‌য়ে জেলা শিক্ষা অ‌ফি‌সে অ‌ভি‌যোগ ক‌রেন পুর্বব‌র্তি ক‌মি‌টির সভাপ‌তি আক্কাছ আ‌লি। তি‌নি অ‌ভি‌যোগে উ‌ল্লেখ ক‌রেন, তার ক‌মি‌টির মেয়াদ উ‌ত্তি‌র্নের আ‌গেই র‌্যা‌ক্তিস্বা‌র্থে অ‌বৈধপন্থায় নিয়ম ব‌হির্ভূত ভা‌বে নতুন ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে জেলা শিক্ষা অ‌ফিসার (রাজশাহী) কে তদন্তের দা‌য়িত্ব দেন সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর জেলা শিক্ষা অ‌ফিসার নি‌বিড়ভা‌বে পর্যবেক্ষন ক‌রে গত ৯ (নয়) জুন চুড়ান্ত প্রতি‌বেদন জমা দেন। দা‌খিলকৃত তদন্ত রি‌পোর্ট এ অ‌ভিযুক্ত অধ‌্যক্ষের বিরু‌দ্ধে আ‌নিত অ‌ভি‌যো‌গের ৬ (ছয়) টি অ‌নিয়ম দা‌লি‌লিকভা‌বে প্রমা‌নিত হওয়ায় গত মঙ্গলবার (৭ -জুলাই) ৫-মার্চ অনু‌মে‌া‌দিত গভ‌র্নিং ব‌ডির ক‌মি‌টি বা‌তিল ক‌রে অধ‌্যক্ষর অ‌নিয়ম ও দু‌র্নিতীর বিরু‌দ্ধে কেন আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বেনা ম‌র্মে কারন দর্শানোর (শোকজ)নো‌টিশ প্রদান ক‌রেন জেলা ক‌লে‌জ প‌রিদশর্ক হা‌বিবুর রহমান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *