এখন খারাপ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর।

শিক্ষা

রাকিব হাসান, গাজীপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাস মহামারীতে গুটা বিশ্ব যখন থমথমে ঠিক তখনই খুব খারাপ সময় অতিবাহিত করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সলিংমোড় সংলগ্ন পাথারপাড়া আইডিয়াল বিদ্যানিকেতন স্কুলের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম দৈনিক চৌকস কে বলেন, প্রায় ৪ মাস যাবত প্রতিষ্ঠান বন্ধ।শুধু মাত্র এই প্রতিষ্ঠানের চাকুরির যে অর্থ আসে তা দিয়ে আমার পরিবার ও আমার খুব ভালো চলছিল। কিন্তু এখন এই করোনা মহামারির জন্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। এমতাবস্থায় আমার পরিবারের জন্য আর্থিক যোগান দেওয়া কষ্ট সাধ্য। তাই আমি সরকারের নিকট এই সমস্যা সমাধানের জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *