ইব্রাহিম সুমন নিজস্ব প্রতিনি
বরগুনা’র তালতলীতে কড়ইবাড়িয়া ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ মাস্টার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ২৪ ভোট পেয়ে। বিজয়ী হয়েছেন। ১৫ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও প্রবীণ রাজনীতিবীদ জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানসুরুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯ ভোট ঘোড়া। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সকাল ৯ টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত। ভোট গণনার পর প্রার্থীকে চূড়ান্ততভাবে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়। ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১০ হাজার ৭৭৩। তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নেয়।যার মধ্য দিয়ে ভোট কাষ্ট হয়েছে ৬১১১ টি,(৫৬.৭১%)। এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন । পরে চলতি বছরের ১৬ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।