ভারতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন

আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘন্টায় করোনায় ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন। দেশটির পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।
ভারতে নতুন করে মারা গেছে ৩ হাজার ৭৪১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে।
এখানে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৮ লাখ ৫ হাজার ৩৯৯ জন। গত কয়েকদিন ধরেই করোনায় চিকিৎসাধীন লোকের সংখ্যা কমে আসছে । এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৪৬৭ জন।
ভারতে মধ্য এপ্রিল থেকে করোনার নতুন ধরনের কারনে সংক্রমণ তীব্র রূপ নিতে শুরু করে। এই সংক্রমণ ঠেকাতে অধিকাংশ রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি শুরু করে। এছাড়া আংশিক কিংবা পূর্ণ লকডাউন জারি করে।
ভারতে দেশজুড়ে ১৬ জানুয়ারি টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। জনগণকে এ পর্যন্ত ১৯ কোটি ৫০ লাখ ৪ হাজার ১৮৪ ডোজ টিকা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *