কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: সোমবার (১৭ জানুয়ারী) কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৮৭/৮৮তম তিরোধান দিবস উপলক্ষ্যে দু’টি গ্রুপ পৃথক পৃথক ভাবে শোক শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। আধুনিক কপিলমুনির রুপকার দানবীর স্বর্গীয় রায়সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৮তম তিরোধান দিবস উপলক্ষে প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদ সকাল ১০.৩০ মিনিটে শোক শোভাযাত্রা কপিলমুনি বাজার প্রদক্ষিণ শেষে বিনোদ ভবন চত্বরে রায় সাহেবের কর্মজীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে ও কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের শিক্ষক পলাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি কলেজের ভাইস প্রিন্সিপাল ত্রিদিব কান্তি মন্ডল, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রী মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জয়নাল আবেদীন, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, বেদমন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সহ-সভাপতি বিধান চন্দ্র ভদ্র, ইউপি সদস্য রবিন অধিকারী, শিক্ষক আব্দুর রহমান, রামপ্রসাদ পাল, বিপ্লব সাধু, বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক অনুপম সাধু, ব্যবসায়ী রতন সাধু, পবিত্র সাধুসহ শিক্ষার্থী, অভিভাবক ও বাজার ব্যবসায়ীবৃন্দ। অপরদিকে বিনোদ স্মৃতি সংসদের পক্ষ থেকে ৮৭তম তিরোধান দিবস উপলক্ষে শোক শোভাযাত্রাটি সকাল ৮-৩০ মিনিটে কপিলমুনি হাসপাতালের সামনে থেকে শুরু করে রায় সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কপোতাক্ষ তীরবর্তী কপিলেশ্বরী কালী ঘাটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পথসভা আকারে রায়সাহেব বিনোদ বিহারী সাধুর জীবনীর উপর আলোকপাত করেন বিনোদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, তাপস কুমার সাধু, এ্যাডঃ দীপঙ্কর সাহাসহ অন্যান্যরা।