শপথ গ্রহণ করলেন সাভার ও আশুলিয়ার ১১টি ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানগণ

ঢাকা

হেলাল শেখঃ ঢাকা জেলার প্রশাসক (ডিসি) কার্যালয়ে সাভার ও আশুলিয়ার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যানগণ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ২০২২ইং দুপুরে ঢাকা জেলা প্রশাসক ডিসি’র কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান
ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মোঃ শহিদুল ইসলাম। এর আগে গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে
সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৯জন ও স্বতন্ত্র ২জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাধ্যমে
বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার শপথ গ্রহণকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান
ছাড়া অন্য ১০জন চেয়ারম্যানকে মুজিব কোট পরিহিত অবস্থায় দেখা যায়। নৌকা প্রতীকের বিপরীতে নির্বাচিত
হয়েছেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের আনারস মার্কা সেলিম মন্ডল, কাউন্দিয়া ইউনিয়নের সাইফুল আলম
খান ঘোড়া প্রতীক।
এদিকে আশুলিয়ার ইয়ারপুর ইউপি’র তৃতীয় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান হলেন জনাব সৈয়দ
আহমেদ ভুঁই্ধসঢ়;য়া মাষ্টার। যিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুইবার স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান
হওয়ায় পুনরায় নৌকার মাঝি হয়েছেন। সকল ইউনিয়নে আওয়ামী লীগের বিপরীতে বিদ্রোহী প্রার্থী থাকলেও
ইয়ারপুর ইউনিয়নে কোনো বিদ্রোহী প্রার্থী ছিলো না। এর কারণে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ আরও
শক্তিশালী হয়েছে বলে দলীয় নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *