শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর সদর ইউনিয়নে আরধীপাড়া গ্রামের ভাঙ্গা চোরা রাস্তার ধরুণ লোকজন ও পরিবহন চলাচলের অনুপযোগী হয়ে পরছে। ইউনিয়ন আরধীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে নির্মীত রাস্তাটির বেহাল দশা।
রাস্তাটি পাকা হবে তো দূরে থাক ঠিকমত রোডে মাটি খুজে পাওয়া যাচ্ছেনা। পুরো রাস্তা ভেঙ্গে চুরে একাকার, কোথাও রাস্তা দেবে গিয়ে মাটির নিচে, জায়গায় জায়গায় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকায় লোকজন চলাচল করতে পারছে না।
বাড়ি-ঘর নির্মাণ থেকে শুরু করে পন্য সামগ্রী বা কৃষি পণ্য সরবরাহ ও রোগী নিতে বেগ পেতে হচ্ছে স্হানীয় লোকজনকে। বছরের পর বছর চলছে এ দূরাবস্হা। সড়কটি মরার ওপর খারার গা হয়ে দেখা দিচ্ছে।
স্থানীয় আমীর হোসেন জানান, বছরের পর বছর আমরা রাস্তা নিয়ে ভোগান্তিতে আছি। অসুস্হ লোক কে গাড়ি যোগে নিতেও সমস্যায় পরতে হয়। বাধ্য হয়ে এসব রাস্তায় পরিবহন যোগে যাতায়াত করতে গিয়ে দূর্ঘটনায় পরতে হচ্ছে। রাস্তাটি শিশু, নারী, বৃদ্ধদের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী।
