শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় তারেক জিয়ার নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
১১ই ফেব্রুয়ারি ২০২২ইং শুক্রবার সকাল ১০:০০টার সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজার এলাকায় আরিফ মডেল একাডেমী প্রাঙ্গণে, গাজীপুর জেলা ছাত্রদলের সহ- সভাপতি জনাব রাসেল আহম্মেদ নীল এর ব্যবস্থাপনায় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অসহায় দরিদ্র ও শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ- স্বাস্থ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় তিনি বলেন সন্ত্রাস, দুর্নীতি চাঁদাবাজ ও জুলুমকারীদের থেকে দেশকে রক্ষা করতে হবে। আমাদের আগামী দেশ গড়ার কারিগর আমাদের আগামী প্রজণ্ম। এখন থেকেই তাদের সঠিক গণতন্ত্র শিক্ষা দিতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নির্দেশে সলককে সমবেত হয়ে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশকে ভালো অবস্থানে তুলে ধরতে ভালো মানুষ ও সঠিক রাজনীতি চর্চার বিকল্প নেই। তিনি আরও বলেন আমাদের সকলের উচিত যার যার অবস্থানে থেকে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো ও তাদের সকল সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসা । ছাত্রদলের এই সুন্দর কার্যক্রমের জন্য প্রশংসা করেন এবং এই কাজের সাথে সহযোগীতা করা অঙ্গসংগঠনের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে।পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চায়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আহম্মেদ নীল,
বিশেষ অতিথি জিয়াউল করিম মোড়ল রিফাত( আহবায়ক শ্রীপুর উপজেলা ছাত্রদল),আমিনুল ইসলাম সরকার ( সদস্য সচিব শ্রীপুর উপজেলা ছাত্রদল)
তানভীর আহমেদ মিশু (সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রদল), রবিন মন্ডল ( সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন ছাত্রদল) ছাত্রদলের সকল নেতাকর্মী সহ বিএনপির সহযোগী বিভিন্ন অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীরা।