আশুলিয়ায় বাড়ির জমি লিখে নিয়ে ছেলে কর্তৃক বাবা মাকে মারধর করার অভিযোগ

সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদাইল মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশের হাজী আজগর আলীর বড় ছেলে জয়নাল আবেদীন ও তার স্ত্রী কর্তৃক বাবা মাকে মারধর করে হত্যা চেষ্টার একাধিক অভিযোগ উঠেছে।এ ব্যাপারে অভিযোগকারী মা মোছাঃ জায়েদা খাতুন (৭০) বাদী হয়ে আশুলিয়া থানায় বিচার চেয়ে মামলা করার জন্য একাধিক অভিযোগ করেছেন। এর আগেও ঢাকা কোর্টে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন অসহায় এই মা। ৫ দিন জেল হাজতে থেকেও
ভালো হয়নি এই পরিবারের বড় ছেলে জয়নাল আবেদীন। উক্ত অভিযোগকারী মা মোছাঃ জায়েদা খাতুন (৭০) বলেন, আমার স্বামী-হাজী মোঃ আজগর আলী হজে যাওয়ার আগে ছেলেদেরকে বাড়ির জায়গা জমি বন্টন এর মাধ্যমে দলিল করে লিখে দিয়েছেন। আমার স্বামী অসুস্থ হওয়ার পর ছেলেরা চিকিৎসা সেবা করেনি
এমন কি ওষুধ কিনে দেয়নি তারা, ভাত কাপড়ও দিচ্ছে না আমাদেরকে। যদিও ছোট ছেলেটি আনোয়ার হোসেন আমাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করছে, এর কারণে বড় ছেলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, এ বিষয়ে এলাকার মেম্বারসহ অনেকের কাছে বিচার চেয়েছি, কিন্তু সবাই বিচার করতে এসে ব্যর্থ হয়েছেন, এর কারণে আদালতে বিচার চেয়ে মামলা করেছি, ৫দিন জেল হাজতে থেকেও বড় ছেলে ভালো হয়নি, আরও বেশি খারাপ হয়েছে। তিনি আরও বলেন, আমার ছোট ছেলে বৌ ও তার শিশু সন্তানসহ আমরা এখন নিরাপত্তাহীনতায় বেঁচে আছি। এর আগে আশুলিয়া থানায় উক্ত বিষয়ে গত ২২/০১/২০২২ইং একটি অভিযোগ করা হয়েছে। এরপর গত ০৮/০২/২০২২ইং তারিখে আরও একটি অভিযোগ করা হয়েছে। আবার আমাদের উপর হামলাসহ মারপিট করেছে জয়নাল আবেদীন, আমি এর কঠিনতম শান্তি চাই। সেই সাথে সবার কাছে একটাই দাবী-বৃদ্ধ বয়সে
একটু শান্তি চাই। আমার ছেলে বৌ ও মেয়েরা আমার আপনজন। বৃদ্ধ বয়সে যদি মা বাবাকে সন্তানের হাতে মারধরের শিকার হতে হয় তার চেয়ে মৃত্যুই ভালো বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানানো হয়েছে।স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে বিষয়টি জানানো হয়েছে।
উক্ত অভিযোগের বিষয়ে জায়েদা খাতুনের ছোট ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল বলেন, আমাদের বাড়ি ভাদাইল মধ্যপাড়া, পোঃ-ধামসোনা, থানা আশুলিয়া, জেলা ঢাকা। সঙ্গীয় আমার স্ত্রী আফরোজা ইয়াসমিন (২৬), ও আমার মা জায়েদা খাতুন বাদী আশুলিয়া থানায় হাজির হইয়া একটি অভিযোগ দায়ের করেছেন। বিবাদী ১। জয়নাল আবেদীন (৫০), পিতা হাজী আজগর আলী, ২। মমতাজ বেগম (৪৫), স্বামী স্বামী মোঃ জয়নাল আবেদীন, ৩। জয়া আক্তার (২৫), ৪। জিসান আক্তার (২০) উভয় পিতা মোঃ জয়নাল আবেদীন, সর্বসাং ভাদাইল মধ্যপাড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা। তাদের বিরুদ্ধে এর আগে একাধিকবার মা বাবাকে মারধর করার
অভিযোগ রয়েছে। বড় ভাই জয়নাল আবেদীন জেল হাজতবাস করেও ভালো হয়নি, তাহার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, কি করবো বুঝতে পারছি না। এখন চিন্তা করছি বাড়ি ঘর জমি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যাবো, তাছাড়া শান্তি নেই। আয়নাল আরও বলেন, বিবাদীরা আমার মা বাবাকে ভাত কাপড় দেন না, এ বিষয়ে কোনকিছু বললে উল্টো মারধর করে, আমি আমার মা বারার ছোট ছেলে তাদেরকে ভাত কাপড় দেই, এই অপরাধে তারা আমার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা করেছে। আমার মা ওই বড় ভাই জয়নালের বিরুদ্ধে ঢাকা কোর্টে মামলা করেছেন, গত ১৮/০১/২০২২ইং তারিখে উক্ত মামলার হাজিরা ছিলো। আদালতের কাঠগড়ায় থাকা বড় ভাই জয়নালকে মায়ের কাছে মাপ চাইতে বলেন, বিচারক কিন্তু তিনি মাফ না চাওয়ায় তখন
বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। জামিনে এসে তারপর হইতে উল্লেখিত বিবাদীগন বিভিন্ন সময় আমাদের উপর জুলুম অত্যাচার করিয়া আসিয়াছে। অদ্য ২২/০১/২০২২ইং তারিখ সন্ধ্যা ৭টার দিকে ২নং বিবাদী আমাকে দেখে অকথ্য ভাষায় বকাবাজি করে। মা বাবা প্রতিবাদ করলে, উক্ত বিবাদীরা আমার মায়ের মাথার চুল ধরিয়া টানা হেচড়া করে এবং গলা টিপে ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। গত (১৫ এপ্রিল ২০২০ ইং) আমার বাবা আজগর আলী অসুস্থ্য হয়ে পড়েন, তার ছেলেরা কেউ তাকে ওষুধ কিনে দেয়না, ভাত কাপড়ও দেন না। এসব কথাবার্তা তুললেই আমাদেরকে মারধর করে তারা। আনোয়ার হোসেন আয়নাল আরও বলেন, আমার বাবা মায়ের ছোট ছেলে আমি। ভাই বোনদের মধ্যে ছোট হলেও বড়রা আমাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছেন, যা আমি ভাষায়
বুঝাতে পারবো না। বাবা সবাইকে ৭ শতক করে বাড়ির জমি লিখে দিয়েছেন কিন্তু আমার জমির উপর বড় ভাই জয়নাল ঠেলাঠেলি করেন। ৬ শতক জমি আছে আমার। বড় ভাইদের আদর ভালোবাসা না পেয়ে শুধু আঘাত পেয়েছি আমি। তিনি আরও বলেন, আমার বড় ভাই জয়নাল ও মহসিন ভাই আমাকে মেরে ফেলবে বলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে জিডি নং ২৭১১, তারিখঃ ৩১/১২/২০১৯ইং। তিনি আরও বলেন, আমার বাবা মা, দুইজনই খুব ভালো মানুষ, তারা বেঁচে থাকা অবস্থায় ছেলে মেয়েদেরকে সঠিকভাবে জমি ভাগবন্টন করে দিয়েছেন। আমার বাবা একজন হাজী, অনেকদিন ধরে অসুস্থ, এরপর যদি মা বাবাকে ভাত কাপড় না দিয়ে উল্টো মারধর করেন ভাই ভাবীরা, এটা ভালো কাজ নয়, এই অমানবিক কর্মকান্ড বন্ধ করতে হবে কিন্তু আমার বড় ভাই ও তার স্ত্রী সন্তান আমার মা বাবাকে মারধর করে এবং কেউ প্রতিবাদ করলে তাকেও মারধর করাসহ হুমকি দেয়। আমি যদি কোনো ভুল করি তারা আমার মারতে পারেন কিন্তু মা বাবাকে কেন মারবেন?।
উক্ত ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) নুর মোহাম্মদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করা হয়েছে। এ বিষয়ে বিবাদী জয়নাল আবেদীনকে তার বাসা বাড়িতে পাওয়া যায়নি, এরপর তার মোবাইল ফোনে যোগাযোগ করা হয়ে তিনি জানায়, আমি টাঙ্গাইল আছি, তাকে থানায় ডাকা হয়েছে, রবিবার এ ব্যাপারে দুই পক্ষের লোকজনকে থানায় হাজির হওয়ার কথা, তারা কেউ না আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। র‌্যাব জানায়, কোনো ছেলে যদি মা বাবাকে ভাত কাপড় না দিয়ে উল্টো তাদেরকে মারধর করে, সেই ছেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সাদেক হোসেন ভুঁইয়া মেম্বার বলেন, জয়নাল ও তার মায়ের সাথে অনেক দিন ধরে পরিবারিক বিবাদ, অনেকবার বিচার করতে গিয়ে আমরা ব্যর্থ হয়ে ফিরে আসছি।
বিবাদী জয়নাল আবেদীনের মোবাইল ফোনে কল করলে তার স্ত্রী বিবাদী মমতাজ বেগম বলেন, আমাদের পারিবারিক বিষয়, আমার স্বামী জয়নালের মা ছোট ভাইয়ের সাথে বিবাদ সৃষ্টি হয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে মারধর করার বিষয়ে তিনি বলেন, এসব মিথ্যা কথা। উক্ত বিষয়টি রহস্যজনক বলে মনে করেন অনেকেই। উক্ত পরিবার ও এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের কাছে এলাকাবাসী সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *