বেনাপোলে আমদানি কৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে মাদক সহ অবৈধ পণ্য উদ্ধার।

ক্রাইম রিপোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন।
বেনাপোল পোটথানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে আমদা‌নিকৃত পণ্য বোঝাই ভারতীয় ট্রাক থেকে ৭৪৯ ফেন্সিডিল, ১৮৬কেজি গাঁজা  বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার ড্রাইভার হেলপার পলাতক।
দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।গতকাল বুধবার (১৫ জুন) রাত ১০ টা ৩০মি সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাক (WB 75-A5175) আটক করা হয়। পরে, ওই ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।এ ঘটনায় কে বা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *