কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ।।

শিক্ষা

সৈয়দ মেজবাহউদ্দিন কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ০২ নভেম্বর।।
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী এর আয়োজনে বুধবার দুপুরে তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ মাইনুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তুলাতলি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির, দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সাধারণ সম্পাদক মোসাম্মৎ ফারিয়া এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া শাখার সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান সুজন মৃধা। এসময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির বোতল, কলম দানি, স্কেল, খাতা, ছাতা, স্কুলে ডাস্টবিনসহ তিনশত পাঁচটি উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *