হেলাল শেখঃ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের
সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত।
শনিবার (১২ নভেম্বর ২০২২ইং) তারিখে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা
করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। কর্মকর্তারা
জানান, সেপ্টেম্বরের শুরুতে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
উক্ত অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আব্দুল্লাহপুর-
আশুলিয়া-বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার এলিভেটেড
এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। “ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে”। প্রকল্পের আওতায়
সাভার ইপিজেড থেকে নবীনগর সড়কে ৩ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা
হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা।
এক্সপ্রেসওয়ে প্রকল্পের নথিতে ০ দশমিক ২১৭ শতাংশ দেশের মোট জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রকল্পের মোট ব্যয়ের বেশিরভাগ অর্থায়ন দেবে চীন। এটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গসহ ৩০টি জেলার
সংযোগস্থাপনকারী আব্দুল্লাহপুর-আশুলিয়া ও বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেককাংশে কমবে বলে মত
সংশ্লিষ্টদের। এ সময় আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি
ঢাকা-১৯। সেই সাথে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগসহ দলীয় নেতাকর্মীগণ।
