ডিমলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ।

রংপুর

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলা উপজেলার ৩ নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চার প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।তফসিল অনুযায়ী মঙ্গলবার(২৮ ফ্রেব্রুয়ারি)উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন।এখন থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারনা চালাতে পারবেন।প্রতীক বরাদ্দ পাওয়া চার প্রার্থীরা হলেন-আওয়ামীলীগ দলীয় এ.এইচ.এম ফিরোজ সরকার(নৌকা),স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায়(চশমা),মজিব উদ্দিন(মোটর সাইকেল),আমিনুর রহমান (আনারস)।এর আগে গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দাখিলকৃত ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।গত ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।এখানে ইভিএম মেশিনে ১৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ ২০২৩ইং।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শত ৭৫ জন।এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছেন।ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম সত্যতা নিশ্চিত করে বলেন,প্রথমে দাখিলকৃত ৬ জনের মনোনয়নপত্রই যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছিল।তাদের মধ্যে দুইজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নির্ধারিত তারিখে অবশিষ্ট চার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।আশা রাখি ভোটার,প্রার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকসহ সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা আগামী ১৬ই মার্চ ২০২৩ইং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।প্রসঙ্গত: গত ২০২১ইং ২৬ ডিসেম্বর ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কাশেম সরকার।পরে গত ১৪ই ডিসেম্বর ২০২২ইং রাতে চেয়ারম্যান আবুল কাশেম সরকার মৃত্যুবরণ করলে ইউনিয়ন পরিষদটিতে চেয়ারম্যান পদ শুন্য হয়।গত ২৩ জানুয়ারি ২০২৩ইং ইউনিয়নটির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী এই ইউনিয়নের আগামী ১৬ মার্চ ২০২৩ইং উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *