মোঃ আবুল কাশেমঃ গাজীপুরের শ্রীপুরে সোশ্যাল মিডিয়া নগ্ন ভিডিও প্রচার করার অপরাধে রতন নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত হলেন মােঃ শাকের আহমেদ রতন (৩৪) , পিতা-মৃত আমানুল্লাহ, মাতা-ফরিদা খাতুন, সাং-ইটাচৌকি, পোঃ খেরুয়াজানী, ইউপি -খেরুয়াজানী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ। নগ্ন ভিডিও ধারণকারী একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলে পরিচয় দেন | শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম দৈনিক চৌকস কে বলেন দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ঘটে। দুজনের মধ্যে মেলামেশার অশ্লীল আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুক ইমু, ম্যাসেঞ্জার ছেরেদেয়। এই প্রেক্ষিতে আইন মোতাবেক শ্রীপুর থানায় একটি মামলা হয় এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়। শ্রীপুর থানার পুলিশ এস আই আশরাফ সাংবাদিকদের বলেন। আসামিকে ১৫/০৫/২০২৩ তারিখে পর্নোগ্রাফি আইনে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়। ভুক্তভোগী মিতু রানি দৈনিক চৌকস কে বলেন শ্রীপুর থানাধীন দারোগার চালা স্থানীয় খুদু বেগমের বাড়ি ভাড়া থাকিয়া মাওনা চৌরাস্তা হাশেম মার্কেটে ড্রিম গার্ল বিউটি পার্লারে চাকরি করিতাম। আমার প্রথম স্বামীর সহিত দাম্পত্য জীবনে বিচ্ছেদ হলে রতন আমার সহিত যােগাযােগ করিয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এবং আমার সরলতার সুযোগ নিয়ে আমার সন্তানকে লালন পালন করিবে বলিয়া আমার বিশ্বাস অর্জন করে আমার সহিত দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে তােলে। শাকের আহমেদ আমাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়া শারীরিক সম্পর্কে লিপ্ত হইয়া আমার অগোচরে আমার অশ্লীল ছবি ও ভিডিও তাহার মোবাইল ফোনে ধারণ করে। বেশ কিছুদিন পর। জানতে পারি যে,সে হিন্দু ধর্মের লোক নয়, সে ইসলাম ধর্মের লোক এবং তাহার পুর্বে ত্রী সন্তান রহিয়াছে। রতনকে জিজ্ঞাসাবাদ করলে আমার সহিত উশৃঙ্খল আচরণ করে। তার পর থেকে রতনের সাথে যোগাযোগ বন্ধ করে দেই। কিন্তু রতন থেমে যায়নি আমার সহিত শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন পাঁয়তারা ও হুমকি দিয়ে যাচ্ছিল। আমার সাথে থাকার নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিব। আমি তাহাকে বিনয় করে বলি ভাই আমাদের সাথে যা হয়েছে সব ভুলে যাও তুমি মুসলমান আমি হিন্দু আমাদের এই সম্পর্ক কোনভাবেই সম্ভব নয়। আমাদের সমাজ ও ধর্ম মেনে নেবেনা । তুমি আমাকে বেঁচে থাকার একটু উপায় মাত্র করে দাও। তুমি এসব ভিডিও ছবি কাউকে দিওনা। আমি সমাজে মুখ দেখাতে পারব না। অন্যথায় আমার আত্মহত্যা করতে হবে। কিন্তু তাতেও সে থেমে থাকে নাই। বিভিন্ন সময় বিন্ন নাম্বার থেকে হুমকি দেয় নগ্ন ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিবে। হুমকি দেওয়ার মোবাইল নাম্বারঃ- ০১৭২০০০১৩২৩, ০১৯৭০০০১৩২৩, ০১৯১২২৩৩৬৫০, ০১৮৫৩১২৮২৭০, ০১৮১৯৮৫১৬৯৭,০১৩২২৪৯৮২৯৭,০১৭৩১৯৯৫৯৫৭, ০১৬১৬৮৮৯৮৭০।

আমার আত্মীয় স্বজন সহ পরিবারের লোকজনের মোবাইল ফোনে ইমু, ম্যাসেঞ্জার সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রেরণ করেন। রতনের মোবাইলে ধারণকৃত ছবি ০২/০৪/২০২৩ তারিখ রাত-০৯.০৪ ঘটিকার সময় “অচেনা মন” নামক আইডি, যাহার লিংক https://www.faccbook.com/profile. php?id=100046377453380&mibextid=zbwkwl আইডিতে আমার শারীরিক অশ্লীল ছবি প্রেরণ করে, ইং ০৩/০৪/২০২৩ তারিখ দুপুর-১২.৩৭ ঘটিকার সময় “নীল নয়না” নামক ফেসবুক আইডি, যাহার আইডি লিংক https: /Www. facebook.com/profile.php?id=100082687504546 RTS AIK লিপ্টন দেবনাথ এর ” Lipton Debnath” নামক আইডি, যাহার আইডি লিংক https://www.facebook.com/lipton.debnath?mibextid=zbwkwl আবার অশ্লীল আপত্তিকর ছবি প্রেরণ করে। ইহা ছাড়াও আমার আত্মীয় স্বজন সহ পরিবারের লোকজনের মোবাইল ফোনে ইমু, ম্যাসেঞ্জার সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার অশ্লীল আপত্তিকর ছবি প্রেরণ করে। কৃতজ্ঞতা প্রকাশ করি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শ্রীপুর উপজেলা কে হয়তো আমি মারা যেতাম অথবা বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারত। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এসে তাদের পরামর্শ ও উৎসাহ পেয়ে এই মুখোশধারী শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি ও মানসিকতা তৈরি হয়েছে। জীবনে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরী অন্যায়ের সাথে আপস নয় প্রতিবাদ করতে হবে।