1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
টাঙ্গাইলে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের সখীপুরে পূর্ব শত্রুতার জেরে ককটেল হামলায় আহত দুই সহোদর মীরসরাইয়ে জামায়তের রুকন দায়িত্বশীল শিক্ষা বৈঠক সম্পন্ন টাঙ্গাইলের ধনবাড়ীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবা গ্রেপ্তার চট্টগ্রামে তাপ উপেক্ষা করে তরুণদের ঢল: পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশে জনসাগর পতেঙ্গা চৌধুরীপাড়ায় অবৈধ আইসক্রিম কারখানা: নীরব দূষণে জনস্বাস্থ্য হুমকির মুখে পতেঙ্গা নাজির পাড়ায় এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ : মাদক ও জুয়া বন্ধের জোর দাবি মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা: চালকসহ নিহত ৩ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির  কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন ও অধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষকদের ফুলের শুভেচ্ছা।  বড়াইগ্রামে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নৌকা ও পতাকা পুড়ানোর  অভিযোগ, বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ. ক. ম মোজাম্মেল হকের নৌকা পুড়ানোর অভিযোগ উঠেছে। উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের সিরাজপুর আবুল মাকেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে নৌকার সমর্থকরা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ. ক. ম মোজাম্মেল হক নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপলক্ষে তার সমর্থকরা কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিরাজপুর আবুল মাকেট এলাকায় বাঁশ ও কাঠ দিয়ে নৌকা তৈরি করে ঝুলিয়ে রাখেন। ওই এলাকার স্থানীয় গ্ৰাম সরকার কমিটির সহ-সভাপতি ওসমানের চা দোকানের সামনে ওই নৌকা ঝুলানো হয় । ওই নৌকায় আলোক সজ্জা করে তার ওপর একটি জাতীয় পতাকাও লাগানো হয়। কিন্তু শনিবার রাতের কোনো এক সময় কে বা কারা ওই নৌকায় আগুন ধরিয়ে দেয়। এসময় নৌকার উপরে থাকা একটি জাতীয় পতাকাও পুড়ে যায়। পরের দিন রোববার সকালে নৌকা পুড়ানো অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও নৌকার সমর্থকদের অভিযোগ, নিশ্চিত পরাজয় ভেবে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে। এর প্রতিবাদে দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও নৌকার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর জানান, বিরোধী প্রার্থীর সমর্থকরা নিশ্চিত পরাজয় জেনে এসব কাজ করেছে । যারা এই কাজ করেছে তাদেরকে ঘৃণা জানাই,  আগামী ৭ই জানুয়ারি ভোটের মাধ্যমে এর জবাব দিবে জনগণ।

এব্যাপারে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহেল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। তবে অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews