বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের আগে সংস্কার করা দরকার। তবে তিনি বলেন, "আমরা একটি অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।" স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু আলোচনার ফাঁকে ড. ইউনুস এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন। মুহাম্মদ ইউনূস বলেন, সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি কত তাড়াতাড়ি নির্বাচন হবে তা নির্ধারণ করবে। তিনি জোর দিয়ে বলেন, তিনি দেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হব, তত তাড়াতাড়ি আমরা নির্বাচন করব এবং নির্বাচিতরা ফিরে এসে দেশ চালাতে সক্ষম হবে। ড. ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি দেশকে দ্রুত সরকার, সংসদ ও নির্বাচনী বিধির আকার নিয়ে একমত হতে হবে। এর আগে, ৫ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশের নৃশংস দমন-পীড়নে ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। ছাত্র বিদ্রোহে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ইউনূস। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশ অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে। হাসিনার শাসনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে গণবন্দি করা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। ইউনূস বলেন, "যে কোনো সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। আমরাও আছি। আমরা আশা করি এর সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখব। বিপ্লবের মাত্র তিন মাস হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com