আল-আমিন, শেরপুর থেকেঃ মাঠ পর্যায়ে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ শুরু ১০ ডিসেম্বর। যা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে সারা দেশে ১০-২৬ ডিসেম্বর ১৫ দিন অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ করা হবে। প্রতি ১০ বছর অন্তর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এ শুমারিতে এবার ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। সারা দেশের ন্যায় শেরপুর জেলা সদর এর ভাতশালা ও লছমনপুর ইউনিয়ন এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের (৫-৮)ডিসেম্বর ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অত্যন্ত দক্ষতা ও বুদ্ধিদীপ্ততার সহিত প্রশিক্ষণ প্রদান করেন শেরপুর জেলা সদর জোন-২ এর দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান সহকারী জনাব আব্দুল হান্নান সাহেব। ট্যাব এর মাধ্যমে CAPI পদ্ধতিতে কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তার বিস্তারিত ব্যাখ্যা করেন। ৪র্থ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে অাসেন শেরপুর জেলা শুমারি সমন্বয়কারী(ডিসিসি) জনাব জয়শ্রী পাল, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), জেলা পরিসংখ্যান কার্যালয়,শেরপুর।