আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কোনো সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় শেখ হাসিনা বলেন , আমরা একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিলাম, যেখানে আমরা কেউ জিতেছি এবং কেউ পরাজিত হয়েছি। এখন আমাদের সমস্ত আনন্দ, দুঃখ, বেদনা এবং অশ্রু নিয়ে এগিয়ে যেতে হবে , প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন “সাধারণ মানুষের স্বার্থে সবাইকে আবার একসঙ্গে কাজ করতে হবে। আমরা জনগণের কাছ থেকে যে আস্থা অর্জন করেছি তা আমাদের ধরে রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com