সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ আগামী সপ্তাহ থেকে পরিচালনা করা হবে। আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ সকালে এ তথ্য জানান।
বিচারক সংকটের কারণে আপিল বিভাগে কয়েক মাস ধরে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।
গত বুধবার ২৪ এপ্রিল রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)- এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন। পরদিন বৃহস্পতিবার আপিল বিভাগে নতুন তিন বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। বর্তমানে আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।
আইনজীবীরা জানান, আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হলে মামলা নিষ্পত্তির হার ত্বরান্বিত হবে। এতে করে বিচার প্রার্থীরা উপকৃত হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com