গোলাম রাব্বানী নাঈম : আজ রবিবার (২৮ জানুয়ারি ) বিকেল ০৪টায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান এবং দৈনিক চৌকস পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এস,এম, নজরুল ইসলামেরে সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন সংস্থার কামরাঙ্গীরচর উপজেলা কমিটির সভাপতি- মোঃ মাজিদুর রহমান,সাধারণ সম্পাদক- মোঃ ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক- ঈসা খাঁ সহ একাধিক মানবাধিকার কর্মী।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রধান কার্যালযে অনুষ্ঠিত হয় এ সৌজন্য সাক্ষাৎ। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সহকারী মহা সচিব- জাহিদ হাসান।
উক্ত স্বাক্ষাতে চেয়ারম্যানের কাছে কর্মীরা তাদের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিভিন্ন সুবিধা অসুবিধার কথা উত্থাপন করেন।
সংস্থার চেয়ারম্যান জনাব এস,এম, নজরুল ইসলাম কর্মীরদের সকল সুবিধা অসুবিধার বিষয়গুলো যথাযথ বিবেচনা করে কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং কামরাঙ্গীরচরের সর্বস্থরের মানুষের মানবীয় উন্নয়নের জন্য কর্মীরদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী মহা সচিব- জাহিদ হাসান, তিনি বলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রতিটি মানবাধিকার কর্মীকে জনমানুষের মানবীয় উন্নয়নে নিজেদের সর্বোচ্চটা দিয়ে সমাজের দরিদ্র -নিপীড়িত , সুবিধা বহ্নিত সহ সকল প্রকার মানুষের পাশে দাঁড়াতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com