হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে, গত অদ্য ২৬/০৩/২০২৪ খ্রিঃ ঢাকা জেলার ডিবি উত্তরের এস আই শুভ মন্ডল এবং এস আই আনোয়ার হোসেন এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করিয়া আশুলিয়া থানাধীন বাইপাইল আল আমিন মাদ্রাসা এলাকা হইতে হাবিবুল হকের ছেলে ১। মোঃ গোলাম মোস্তফা রিগ্যান (৪৩)কে গ্রেফতার করেন।মোস্তফা বি.আই.ডি.সি রোড, হাউজিং এস্টেট, থানা-খালিশপুর, জেলা-খুলনায় গ্রামের বাড়ি, এ/পি সাং- আশুলিয়ার ভাদাইল, আমজাদের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, কে ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গত রাত ১০টা ৪০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com