ঢাকার আশুলিয়ায় “কিশোর গ্যাং মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দাবীতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া চাই” সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন ৩০টি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৪ মে ২০২৪ইং) বিকেলে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় দ্রুত যদি এই অঞ্চলে কিশোর গ্যাং মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারী সংকেতও দেন উপস্থিত নেতৃবৃন্দরা।
শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আল-কামরান, মোঃ ইব্রাহীম, মোঃ ঈমন শিকদার, মোঃ ঈসমাইল হোসেন ঠান্ডু, মোঃ আলমগীর শেখ লালন, মোঃ তাজেরুল ইসলাম ও মোঃ মানিক, রাকিবুল ইসলাম সোহাগসহ আরও অনেকে।
তারা বক্তব্যে বলেন, ইতিমধ্যে চাঁদাবাজ এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাঁর একার পক্ষে এই কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভাব নয়। তাই সচেতন মহলসহ আমাদেরকেও এগিয়ে আসতে হবে।
সাভার-আশুলিয়ায় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দিনদিন কিশোর গ্যাং ও চাঁদাবাজ বেড়েই চলছে। তারা নেশা করে ত্রাসের রাজত্ব কায়েম করেই যাচ্ছে। নেশার টাকার জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। এমনকি তাদের হামলায় অনেকেই পঙ্গুত্ববরণ করপ জীবন-যাপন করছেন। আবার শ্রমিকরা যখন বেতন পায়, তখন কারখানা থেকে বাসায় ফেরার পথে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ারও ঘটনা ঘটেছে।
প্রশাসনের যদি নজর থাকতো তাহলে অতিদ্রুত এই কিশোর গ্যাং মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভব হতো। তাই এদেরকে অতিদ্রুত আটক করাসহ আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবীও জানান আশুলিয়ার প্রায় ৩০টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com