ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
রোববার (১৯ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় নিবন্ধন না থাকায় আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আশরাফ আলেয়া হাসপাতাল ও জামগড়া সরকার মার্কেট এলাকার ক্রিয়েটিভ ল্যাব এন্ড হাসপাতালকে বিভিন্ন অনিয়ম এবং নিবন্ধন না থাকায় সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে ডা. সাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আশুলিয়ায় দুইটি হাসপাতালে অভিযান পরিচালনা করে আশরাফ আলেয়া হাসপাতাল ও ক্রিয়েটিভ ল্যাব এন্ড হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
অন্যদিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল ও জামগড়া ছয়তলা এলাকার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।
এ অভিযানে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা ও আশুলিয়া থানা বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।