আলতাব হোসেন,স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার তাজপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আশুলিয়া তিতাস গ্যাস প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় ২ কিলোমিটারজুড়ে প্রায় ৬০০ বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার ও চুলা জব্দ করা হয়। এই কাজে তিতাসের প্রায় ৯০ জন শ্রমিক অংশগ্রহণ করেছে।
এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ইউসুফ মার্কেট ও তাজপুর এলাকার প্রভাবশালীরা। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
এসময় সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (জোবিঅ) এর ব্যবস্থাপক আব্দুল মান্নান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভক্সপপঃ প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com