হোসেন শাহ্ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা নদ দশআনী নদীতে দীর্ঘ দিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন। এভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দশআনী নদী থেকে সামান্য দূরত্বে স্থাপিত কোটি টাকা ব্যয়ে নির্মিত টুংরাপাড়া ব্রীজ। এছাড়াও হুমকিতে রয়েছে বিভিন্ন ফসলি জমি। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী টুংরাপাড়া গ্রামে দশআনী নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান পরিচালনা করলেও রহস্যজনক ভাবে আবার বালু উত্তোলন করে যাচ্ছে এ বালু দস্যুরা। বলা চলে এখানে সারা বছরই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ইসলামপুর থেকে বকশীগঞ্জ—শ্রীবর্দী উপজেলার একমাত্র যাতায়াত পথ টুংরাপাড়া গ্রামে দশআনী নদীর উপর নির্মিত ব্রিজের দু’পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে বালু দস্যুরা।
এভাবে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ভাঙ্গন আশংকায় রয়েছে ইসলামপুর—ঝগড়ারচর পাকা সড়ক, মসজিদ, মাদরাসাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ শত শত বসতভিটা ও ফসলী জমি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানায়, বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ভাবে হয়রানিসহ ভয়ভীতি প্রদর্শন করে থাকে। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও পুনরায় সেখান থেকেই আবার বালু উত্তোলন করে।
এ ব্যাপারে গাইবান্ধা ইউনিয়ন (ভূমি) সহকারী অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শাহজাহানের সাথে মুঠোফানে যোগাযোগ করা হলো তিনি জানান, সরেজমিনে তদন্ত করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com