মোঃ আবুল কাশেম: গাজীপুরের কালীগঞ্জে মোক্তারপুর সেভেনস্টার স্পোর্টস ক্লাবের উদ্যোগে ঈদের ২য় দিন মোক্তারপুর সাধন মার্কেটের উত্তর পাশে লতিফমুন্সির বালু মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় অংশ গ্রহণ করেন মোক্তারপুর মোড়বাজার ফুটবল একাদশ বনাম দিঘুয়া ফুটবল একাদশ। বিকেল ৪.০০ টা দীর্ঘ ৮০ মিনিট ফুটবল খেলায় ২-০ গোলে জয় লাভ করেন। দিঘুয়া ফুটবল একাদশ। হাজী মোহাম্মদ মহসিন সভাপতি, ৭নং ওয়ার্ড, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিত্বে উক্ত খেলার প্রধান অতিথি জনাব মোঃ মাহফুজুল আলম এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, ফিন্যান্স এন্ড একাউন্ট, লানটাবুর গ্রুপ, ঢাকা। বক্তব্যে বলেন চমৎকার একটি খেলা উপভোগ করেছি। দুটি দল সমানে সমান খেলেছেন। এমন খেলাধুলার যেকোনো অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন। অনুষ্ঠানের সকল অতিথি মিলে প্রথম স্থান অধিকারী দিঘুয়া ফুটবল একাদশ কে ১ম পুরষ্কার ৩২ ইঞ্চি LEDTV ও দ্বিতীয় স্থান অধিকারীদের ২য় পুরস্কার ২১ ইঞ্চি LEDTV পুরস্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন, হাজী মোঃ রশিদুল আলম সবুজ ইউপি সদস্য, ৭নং ওয়ার্ড, ২ মোক্তারপুর ইউনিয়ন। খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মোঃ খাইরুল আলম জেনারেল ম্যানেজার, ডেবোনিয়া গ্রুপ, ঢাকা। সম্মানিত মেহমান সোহেল আহমেদ বিশিষ্ট সমাজসেবক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরেণ্য অতিথি জনাব মোঃ শরীফ আল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর, শাহজাদী জৰ্দ্দা কোম্পানী, উত্তর বাড্ডা, ঢাকা। প্রধান মেহমান জনাব মোঃ মঞ্জুর হোসেন সহ-সভাপতি, কৃষকলীগ, কালীগঞ্জ উপজেলা । বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুরুজ মিয়া সম্মানিত সদস্য, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগ। জনাব মোঃ আওলাদ হোসেন পরিদর্শক, ধর্মমন্ত্রালয় ।জনাব মোঃ সিরাজ মিয়া ব্যবসায়ী, শাহীনূর জর্দা কোম্পানী । জনাব মোঃ হাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী। জনাব মোঃ হুমায়ুন কবির সাংবাদিক, প্রথম আলো। জনাব মোঃ ওবায়দুল হক কদর কর্মকর্তা, আশা এনজিও । জনাব মোঃ আশরাফুল হক রাজী বিশিষ্ট সমাজ সেবক । জনাব মোঃ মানজিমুল হক সুজন ম্যানেজার, কর্মসংস্থান ব্যাংক। জনাব মোঃ হারুন-অর রশিদ বিশিষ্ট সমাজ সেবক। জনাব মোঃ এরফানুল হক ইমন সিও, এন. আর. বি. ইন্টারন্যাশনাল। জনাব মোঃ জাকারিয়া আলম আপেল সিও, র্যায়েবল এন্টারপ্রাইজ লিঃ। জনাব মোঃ শফিকুল আশরাফবিশিষ্ট সমাজ সেবক । জনাব মোঃ তাইজুল ইসলামচাকুরীজীবি, দেশবন্ধু গ্রুপ । জনাব মোঃ মাহবুবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী। জনাব মোঃ আবু সাঈদ বাচ্চু সহ-সভাপতি, মোক্তারপুর ৭নং ওয়ার্ড।জনাব মোঃ সাগর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী। জনাব মোঃ ফটিক মিয়া বিশিষ্ট সমাজ সেবক ।জনাব মোঃ রাসেল আহমেদ সহকারী শিক্ষক, শাহীন স্কুল, গাজীপুর। স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও ফুটবল প্রেমী জনতা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com