এই সরকার জনগণের সরকার' টিউবওয়েল বিতরনে এমপি সুজন ঠাকুরগাঁও —২ আসনের নির্বাচনি এলাকা রাণিশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দুই ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে ২৪ টি টিউবওয়েল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নবাগত উপজেল চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও —২ আসনের এমপি মাঝারুল ইসলাম সুজন এসময় তিনি বলেন টিউবওয়েল বিতরণ প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া এই সরকার জনগণের সরকার এ সরকার আছে বলেই দেশের আমূল—পরিবর্তন এসেছে। তিনি আরও বলেন,‘ আমাকে কেউ স্যার বলবেন না, আমি আপনাদের সেবক আমাকে ভাই ভাতিজা সমন্ধে ডাকবেন আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার সাহা ও ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। সার্বিক তত্বাবধানে ছিলেন ভিএস মেশন ইয়াকুব আলী, লাভলি আকতার, রতন রায়, মোমিনুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com