গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কাতার মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোয় প্রতিনিধি দল পাঠাচ্ছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
সূত্র মতে, উভয়পক্ষে যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করতে কাতারের প্রতিনিধি দল মঙ্গলবার কায়রো যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে ,তারা আশা করছে গাজায় অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম।
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com