কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈর উপজেলা হরতকিতলা এলাকায় মাহমুদজিন্স নামক কারখানায় বকেয়া বেতনের জন্য মহাসড়কে অবরোধ করে কারখানার সকল কর্মজীবী শ্রমিকরা। আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর, সকাল ৮ টা হতে টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা নবীনগর মহাসড়ক শ্রমিকরা বন্ধ করে দেয়।মাহমুদ জিন্স কারখানায় সকাল থেকে আন্দোলন চলমান রয়েছে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য ২ মাস যাবত বেতন দেয়নামাহমুদ জিন্স এক শ্রমিক জানান,বেতন মাস ধরে বেতন দেয় না মালিকের সাথে ২৮ নভেম্বর দেওয়ার তারিখ হলেও মালিক পক্ষ কর্তৃপক্ষ দিতে অনিচ্ছুক প্রকাশ করছে শ্রমিকরা তাই মালিকের প্রতি ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে সকাল থেকেই রাস্তায় বসে আছে সকল শ্রমিকরা এখানে উপস্থিত আছে এর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কালিয়াকৈর থানা পুলিশ তারা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com