মোঃ আলমগীর মোল্লা,স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমূখর পরিবেশে ‘মহান বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটি ,উপজেলা মহিলা সংস্থা, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিস, উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বাঙালি অসীম বীরত্ব প্রদর্শন করে ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে। ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় দিবস, বাঙালির অহংকার। ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্র ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে উপজেলা শিশু পার্ক সংলগ্ন মাঠে উপজেলা বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, উপজেলা সহকালী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর এ এলাহী। এ ছাড়া অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবূল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলঅ জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুর ২ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন ও স্ব-স্ব ধর্মীয় উপাসনালয়ে প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।