মোঃ আলমগীর মোল্লা, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে জুলাই, আগষ্ট-২৪ আন্দোলনে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন এর সুস্বাস্থ্য ও দেশের ঐক্য সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পূর্বক সংক্ষিপ্ আলোচনা এক পর্যায়ে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উপস্থিতি মিলন মেলায় পরিনতি হয়।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন ফরাজির সভাপতিত্বে কালীগঞ্জ পৌর বিএপির সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহামেদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আহসান মিন্টু, প্রচার সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক জি, এস ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন মিঠু, পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম কাজল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম, সদস্য সচিব রাশেদুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিরুল আলম শাহীন, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসাদ উল্লাহ (আসাদ) প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ সাবেক সদর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মো. আমজাদ হোসেন ওসমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন, থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়েম হোসেন, মাসুম মিয়া, সাবেক প্রচার সম্পাদক মকবুলুর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আসলাম, থানা জাসাসের সদস্য সচিব শাহাদাৎ হোসেন মিঠু, পৌর জাসাসের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নু, কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন, থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছিবুর ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক কালীগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি মাজম মোহাম্মদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ও পৌর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মিহির, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন, সাজ্জাদ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা হামিদ, কালিগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্স সহ সাবেক ও বর্তমান ছাত্রদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সাব-রেজিষ্ট্রার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মজিবুর রহমান।
দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তাগণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন এর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা বিএনপিকে শক্তিশালী করার আহবান জানান।