শাহীন আলম
কুখ্যাত মাদক ব্যবসায়ী দিপু মিয়া (২৬) ও নয়ন মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের তাড়াইল থানার পুলিশ। রোববার ৩ ফেব্রয়ারী রাত ০২:৩০ ঘটিকার সময় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পূর্ব সাচাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দিপু পুর্ব সাচাইল গ্রামের আলাল উদ্দিনের ছেলে এবং নয়ন একই গ্রামের আঃ করিমের ছেলে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে। পরে তাদেরকে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়। এবং তাদের কাছ থেকে তাড়াইল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
সাচাইল এলাকার গ্রামবাসী বলেন,ইয়াবাসহ গ্রেফতার হওয়া দিপু মিয়া ও নয়ন মিয়া দুজনেই কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, গ্রামের লোকজন ভয়ে তাদের কিছু বলতে পারছিল না, আমরা গ্রামবাসী তাড়াইল থানার ওসি সাহেবকে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে গ্রেফতার করার জন্য।
এ বিষয়ে তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান বলেন , এসআই লুৎফর রহমান
ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়, এবং অফিসার ইনচার্জ সাব্বির রহমান আরো বলেন,মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে, ওসি সাব্বির রহমান আরো বলেন, আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকবে না এবং থাকতে দিব না, ইয়াবাসহ গ্রেফতার হওয়া দিপু মিয়া ও নয়ন মিয়া দুজনেই কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের মধ্যে দিপু খুবই কৌশলী। এলাকায় ছিনতাই, চুরি ও রাহাজানির সাথে জড়িত রয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com