শুভ মন্ডল-খুলনা : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার পূর্ণঙ্গ কমিটি গঠনের পক্রিয়া চলমান বলে সাংগঠনিক সূত্রে জানা গেছে। গত বছরের সেপ্টেম্বরে কর্মি সভার মাধ্যমে সুমন বিশ্বাস কে সভাপতি ও অভিজিৎ সরকার রাহুল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। এর পরবর্তী নির্বাচন সহ নানাবিধি কর্মসূচিতে সরব ভূমিকায় খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদ। পূর্ণঙ্গ কমিটি গঠন সকল নেতাকর্মীদের কাঙ্খিত বিষয়। তাই গঠনপ্রক্রিয়া নিয়ে বেশ প্রাণউচ্ছল সংগঠনের নেতাকর্মীরা। একান্ত সাক্ষাৎকালে সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি সুমন বিশ্বাস বলেন, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের পূর্ণঙ্গ কমিটির পক্রিয়া চলমান রয়েছে।আশা করছি চলতি ফেব্রুয়ারি মাসেই কেন্দ্র থেকে কমিটি অনুমোদন করাতে আমরা সক্ষম হব। তবে যারা দীর্ঘদিন এই মানবাধিকার ছাত্রসংগঠনের পতাকাতলে কাজ করেছেন,তাদের মূল্যায়ন করা হবে। এবিষয়ে সংগঠনের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল জানান, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের পূর্ণঙ্গ কমিটি সকলের চাওয়া-পাওয়ার একটা বিষয়বস্তু। পূর্ণঙ্গ কমিটি শতভাগ মাদক,সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করতে যাচাই-বাছাই কাজ চলমান। ইতিমধ্যেই আমরা ২৫০+ জীবনবৃত্তান্ত হাতে পেয়েছি, যা পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষন করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলে জমা দিব। প্রাপ্তি ও প্রত্যাশার মেলবন্ধন সবসময় কঠিন, তারপরও আমরা বিতর্কমুক্ত খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য গত ২২ নভেম্বর পূর্ণঙ্গ কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহবান করেছিল খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদ।