খুলনা মেট্রো পলিটন পুলিশের (কে এম পি) মাদক বিরোধী অভিযানে মাদক ব্যাবসায়ী ও সরবারহকারী সহ মোট ৬জনকে আটক করেছে , এরা হলেন ১) মোঃ রাজু শেখ(২০), পিতা-ইউসুফ শেখ, সাং-লিবার্টি স্ট্যান্ড, থানা-খালিশপুর; ২) সৌরভ রায়(২০), পিতা-রাজীব রায়, সাং-বটতলা, থানা- মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-লিবার্টি স্ট্যান্ড, থানা-খালিশপুর; ৩) মোস্তফা শেখ(৫৫), পিতা-মৃত: মতি শেখ, সাং-দক্ষিণপাড়া খালপাড় রোড, থানা-আড়ংঘাটা; ৪) মোঃ শাহ আলম খাঁন(৬০), পিতা-মৃত: আব্দুল করিম খাঁন, সাং-সাচিবুনিয়া স্কুল ভিটা, থানা-লবণচরা; ৫) মোঃ মাসুম ব্যাপারী(২৫), পিতা-মৃত: হাসু ব্যাপারী, সাং-মহেশ্বপাশা, থানা-দৌলতপুর এবং ৬) মোঃ সাব্বির ব্যাপারী(২৬), পিতা-মোঃ ইউনুছ ব্যপারী, সাং-মোহাম্মদনগর, থানা-লবণচরা, পুলিশ জানায় খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক কারবারিদের নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা এবং ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৫ টি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com