মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সৌদি আরব যাচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলার পর এ প্রথমবারের মতো সৌদি আরব সফর করছেন তিনি।
এছাড়া সরাসরি সংঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের সাথে ইরানের দীর্ঘ ছায়াযুদ্ধ আরো তীব্র হওয়ার প্রেক্ষাপটে ব্লিংকেনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
ব্লিংকেন রোববার ওয়াশিংটন ত্যাগ করবেন। রিয়াদ সফরকালে ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে সোমবার ও মঙ্গলবার আলোচনায় অংশ নেবেন।
এ সময়ে তিনি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ব্লিংকেন হামাসের কাছে আটক জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া ব্লিংকেন সংঘাত ছড়িয়ে না পড়ার বিষয়েও গুরুত্বারোপ করবেন বলে মিলার উল্লেখ করেন।
গাজা যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি ব্লিংকেন রিয়াদে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশনেও যোগ দিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com