শ্রীপুর প্রতিনিধ :
গাজীপুরের শ্রীপুর জমিজমার পূর্বের শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে দাঁড়ালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচা ভাতিজাকে একসাথে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। গত ৭/১/২০২৪ইং বিকাল ৫:৩০ মিনিটে ২ নং গাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভুতুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের পাশে চার রাস্তা মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চাচা মোঃ ফরিদ আহমেদ ও ভাতিজা দিদার আহমেদ। তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেন সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে ফরিদকে মৃত্যু নিশ্চিত করার জন্য মাথার উপরের অংশে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে দিছেন ও ভাতিজা মারপিট গুরুতর আহত করেন নির্দয় পাষানীরা। এ বিষয়ে দৈনিক চৌকসকে বলেছেন মনজুর আহম্মেদ অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। তিনি আরো বলেন গত ৮ তারিখে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। চিহ্নিত চারজন অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন মৃত কাজিমুদ্দির ছেলে মোঃ বাবুল (৪৫), আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন(৪৫), বাবুল মিয়ার ছেলে আলামিন (২২), ও আরফতের ছেলে মোঃ মোফাজ্জল (২৩) অভিযুক্তরা আজুগীর চালা শ্রীপুর উপজেলার গাজীপুরের একই গ্রামের বাসিন্দা। পরে মনজুর আহমেদ সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া স্থানীয় লোকজনের সহায়তায় জখমীদেরকে ১টি সিএনজি যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়া আসিলে জখমীদের অবস্থা গুরুত্বর থাকায়, কর্তব্যরত ডাক্তার তাদেরকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে রেফার্ড করেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসন ও দেশবাসীর কাছে। শাস্তি দেখে যেন সন্ত্রাসীদের গা শিউরে ওঠে। কোন সন্ত্রাসী যেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়।শ্রীপুর থানার ওসি শাহ জামান বলেন এ বিষয়ে থানায় মামলার রুজু করা হয়। আসামিদের ধরার অভিযান চলছে। শ্রীপুর থানার মামলার তদন্ত অফিসার বলেন এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগের পরিপেক্ষিতে প্রাথমিক তদন্ত সাপেক্ষে একটি মামলার রুজু করা হয়। আসামিরা পলাতক রয়েছে ধরার অভিযান অব্যঃহত রয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com