মোঃ আলমগীর মোল্লা, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলায় জয়দেবপুর থানায় নিউ চায়না প্যালেস রেস্টুরেন্টে, গ্রামা সমবায় সমিতির ফ্রিজ এয়ার ব্যবসায়ীদের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইমাম হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ সোহেল আরমানের সঞ্চালনা অনুষ্ঠান শুরু হয় এতে বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন মোঃ ইমাম হোসেন (টঙ্গী সেনা কল্যাণ ভবন) ১ মোঃ ওমর ফারুক(পলাশ) গাজীপুর চৌরাস্তায় ২ মোঃ হাবিবুর রহমান হাবিব( টঙ্গী কলেজ গেট)৩ মোঃ ফরহাদ হোসেন (গাজীপুর সদর) ৪ মোঃ আসাদুলো ইসলাম আসাদ (জয়দেবপুর )৫ মোঃ কবির হোসেন (কালিগঞ্জ)৬ মোঃ আলমগীর মোল্লা ( কালীগঞ্জ) ৭ নারায়ন চন্দ্র (কালিগঞ্জ )৮ মোঃ আজাদ ভাই (জয়দেবপুর) ৯ হরিপদ ( কালিয়াকৈরে) ১০ মোঃ বজলুর রহমান শ্রীপুর (মাওনা চৌরাস্তা) ১১ মোঃ রহমত আলী (কোনাবাড়ি)১২ মোঃ সালাউদ্দিন (জয়দেবপুর) ১৩ মোঃ হায়দার হোসেন কালিগঞ্জ আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ফ্রিজ এয়ারকন্ডিশনের ব্যবসায়ীবৃন্দ