রাজশাহীর গোদাগাড়ীতে খাড়িতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন।
ঘটনাটি ঘটেছে গোদাগাড়ী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের সরমংলা এলাকায়। মৃত শিশুরা ঐ গ্রামের
ইসরাফিল হোসেন বিপলব এর ছেলে আসলাম ( ৮)ও আবু বক্কর সিদ্দিক এর মেয়ে মিম (১০) ।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ২৫ মে আনুমানিক দুপুর পৌনে বারোটার মায়ায় সরমংলা শাকুতে গোসল ও মাছ মারার উদ্দেশ্যে যায়। বাসায় অনেকক্ষণ না ফেরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে, এ সময় সড়মঙ্গলা খাড়িতে পানিতে নেমে খোঁজার একপর্যায়ে লাশ ভেসে ওঠে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com