ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার আজম মৃধা (৫৫) কে গ্রাম্য সালিশ বৈঠকে এক যুবকের চুল কাটার অপরাধে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ইউপি সদস্যের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গত ১২ নভেম্বর রাতে একটি গ্রাম্য সালিশ বৈঠকে ইউপি সদস্য মোঃ সরোয়ার আজম মৃধা নেতৃত্বে জনসম্মুখে লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে তপু খান (১৭) এর মাথার চুল কেটে অপমান করেন। এরপর দিন দুপুরে এই যুবক সালিশ বৈঠককে দায়ী একটি চিঠি লিখে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে পড়লে স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় আহত যুবকের চাচা রাজু মিয়া চরভদ্রাসন থানায় একটি মামলা করলে ইউপি সদস্য সহ দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার বলেন, গ্রাম্য সালিসে এক যুবকের চুল কাটার অপরাধে দায়ের করা মামলায় ইউপি সদস্য সহ আর একজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com