শুভ মন্ডল -স্টাফ রিপোর্টার খুলনা: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ শে ডিসেম্বর রোজ রবিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মোঃ আসাদুজ্জামান, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার বিভাগ পিরোজপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন "গ্রাম আদালতে অল্প সময়ে একেবারে কম খরচে উত্তম প্রতিকার দেওয়ার যেমন সুযোগ রয়েছে তেমনই উচ্চ আদালতের মামলার জট কমানোর সবচেয়ে ভাল উপায় হতে পারে। তাই সর্বত্র গ্রাম আদালত সম্পর্কে প্রচার-প্রচারণা করা এবং গণ সচেতনাতা বৃদ্ধি করা প্রয়োজন"।
স্থানীয় সরকারের অধীনে ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগীতায় পার্বত্য জেলা ব্যাতীত বাংলাদেশের ৬১ টি জেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার ৬টি উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও ১টি উপজেলায় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের কার্যক্রম আরও বেগবান করতে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা পরিচালনার লক্ষ্য নিয়ে সভায় আলোচনা করা হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, উদীচি, জাতীয় মহিলা সংস্থা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ইউপি সদস্য, বেসরকারী উন্নয়ন সংস্থা পিডিএফ, মুসলিম এইড, এনএসআই, টিআইবি, সুশীলন, ডাক দিযে যাই, মহিলা পরিষদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সভায় উপস্থিত থেকে আলোচনা সভায় অংশগ্রহন করেন। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিকরণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মৌসুমী আক্তার মৌ। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রশান্ত গুহ, মেহেদী হাসান সোহাগ, মোঃ আরিফুল ইসলাম, মনিরুজ্জামান মোল্লা, সুবির কুমার মন্ডল, সৌমিত্র চ্যাটার্জী, তপক মন্ডল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com