শাহীন আহমেদ
চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটো রিকশা এবং ব্যাটারি চালিত টমটম চলাচল করা নিষিদ্ধ ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (৮ সেপ্টেম্বর) সিএমপি'র ট্রাফিক বিভাগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয় ৷
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সব অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।
নগরবাসী বলছেন, এর আগেও এমন উদ্যোগ কয়েকবার নেয়া হলেও তার সুফল মেলেনি। এবার যদি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয় তাহলে সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরবে বলে আশাবাদী তারা। এতে, কমবে দুর্ঘটনাও।
চট্টগ্রাম নগরীর অনেক এলাকা ঘুরে দেখা গেছে,গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নগরীর অলি-গলি ছাড়াও মূল সড়কেও চলাচল করছে অননুমোদিত ব্যাটারিচালিত এসব অটোরিকশা। দ্রুত গন্তব্যে পৌঁছার লক্ষ্যে মানুষ এসব যান ব্যবহার করেন। তবে অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টোপথে চলা, যেখানে-সেখানে হুটহাট রিকশা ঘোরানো- সব মিলিয়ে রাস্তায় প্রতিদিনই তৈরি হতে দেখা গেছে বিশৃঙ্খলা; সড়কে সৃষ্টি হচ্ছে যানজট।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com