ফরহাদ ভুইয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ মাঠে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন।
বুধবার (২৭ নভেম্বর) জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।এসময় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানাজায় অংশ নেন। এছাড়া নগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটির করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এরআগে মরহুম আলিফের জানাজায় অংশ নিতে সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জড়ো হতে দেখা গেছে। অনেককে ট্রাক-বাসে করে জেলা-উপজেলা থেকে আসতেও দেখা যায়।। ১১টা বাজতেই জনস্রোত তৈরি হয় জানাজা নামাজকে ঘিরে।এর আগে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে উপস্থিত আইনজীবীরা অবিলম্বে আইনজীবী আলিফের খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান। এছাড়াও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন তারা। কেউ কেউ এ সময় সহকর্মী আলিফের স্মৃতিচারণ করে আবেগাপ্লুতও হয়ে পড়েন৷ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন আমাদের প্রিয় ভাই আলিফ গতকাল ইসকন সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যা হয়েছে। তাই আইনজীবী সমিতির পক্ষ হতে আজকে কর্মবিরতি হবে এবং জানাজার নামাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমরা আজকে বারে বসব এরপর আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে গতকাল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এটিও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে আমরা মনে করি। এই হত্যার বিচারের দাবিতে আইনজীবী সমিতি জিরো টলারেন্স নীতিতে অবস্থান করবে৷’আসামিদের পক্ষে আইনজীবী লড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসামিদের পক্ষে আইনজীবী লড়লে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে জানাব আমাদের ভূমিকা কি হবে।’মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫) হত্যার শিকার হন। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916
ইমেইলঃ choukasinfo21@gmail.com